ঢাকা, ১৮ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২
good-food
২৬৮

ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে কার্যকর যে ভিটামিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০০ ১৩ জুন ২০২১  

করোনা-পরবর্তী সংক্রমণ ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের আতঙ্ক বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। ভারতে এই রোগে মৃত্যুহার বেড়েই চলেছে। এই ছত্রাকের সংক্রমণের কারণে প্রায় ৫০ শতাংশের মৃত্যুঝুঁকি থাকে। 


কালো ছত্রাকের প্রতিরোধক হিসেবে তেমন কোনো ওষুধের পরামর্শ দিচ্ছেন না ডাক্তাররা। তবে এই ছত্রাকের সংক্রমণ রোধে ভিটামিন সি বেশ কার্যকর বলে জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।


তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে কিংবা ডায়াবেটিসের মাত্রা বেশি হলে, আবার এইচআইভি পজিটিভ হলেও ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণ ঝুঁকি বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ছত্রাক ফুসফুসে বংশবিস্তার শুরু করে।


ড. বিজন বলেন, "নিশ্বাস নেওয়ার সময় এই ছত্রাক সাধারণত নাক দিয়ে মানবদেহে প্রবেশ করে। প্রাথমিক লক্ষণ হিসেবে মাথাব্যথা, মুখব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ ও মুখের দুই দিকে ফুলে যাওয়া এবং চোখে দেখতে সমস্যা হয়। মুখের আকৃতি বদলে যায়।”


তিনি বলেন, “ফুসফুসে সংক্রমিত করলে নিউমোনিয়া হয়। মস্তিষ্কে গেলে প্যারালাইজড পর্যন্ত হতে পারে। যারা একবার কালো ছত্রাকে সংক্রমিত হবেন, তাদের আমৃত্যু ভুগতে হতে পারে। মৃত্যুরঝুঁকিও অনেক।"


এই ছত্রাক থেকে প্রতিকারে করণীয় সম্পর্কে ড. বিজন বলেন, "যারা করোনাভাইরাসে আক্রান্ত হন, তাদের ভাইরাসের পাশাপাশি কিছু ওষুধের সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দুর্বল হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই ছত্রাক সংক্রমিত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আগে বাড়াতে হবে। এর জন্য় ভিটামিন সি সবচেয়ে কার্যকর।"


সবাইকে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দিয়ে বিজন কুমার বলেন, "আমাদের দেশে করোনা আক্রান্তদের প্রতিদিন পাঁচশ মিলিগ্রাম করে ভিটামিন সি দেওয়া হয়। অবশ্যই তা পরিমাণে বাড়াতে হবে। প্রয়োজনে এক হাজার থেকে দুই হাজার মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি দিতে হবে।"


"বিভিন্ন প্রাণী নিজেরাই ভিটামিন সি উত্পাদন করতে পারে। কিন্তু মানুষ নিজেই নিজের শরীরের জন্য ভিটামিন সি উত্পাদন করতে পারে না। ভিটামিন সির কারণে আমাদের শরীরে ৬০-৮০ শতাংশ টিস্যু তৈরি হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই বর্তমান পরিস্থিতিতে ভিটামিন সি খাওয়া অনেক বেশি প্রয়োজন।"


মিউকরমায়কোসিস বা কালো ছত্রাক বাতাসে ভেসে বেড়ায়। তাই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার পরও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন এই বিজ্ঞানী। তিনি বলেন, "যেহেতু এই ছত্রাক নাক দিয়ে প্রবেশ করে, তাই সব সময় মাস্ক পরে থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।"
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর