ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৭৯২

ভাবি আমাকে আশীর্বাদ দিয়েছেন: জি এম কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০০ ২০ জুলাই ২০১৯  

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন। এতে দল পরিচালনায় জি এম কাদেরকে আশীর্বাদ করেছেন রওশন।  

শনিবার দুপুরে রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনে বৈঠক হয়। দুপুরের খাবার খেয়ে তারা দীর্ঘসময় দলের বর্তমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে জি এম কাদের বলেন, ভাবি আমাকে আশীর্বাদ করে দিয়েছেন। তিনি আমার মাতৃতুল্য। জাতীয় পার্টিরও অভিভাবক। তার পরামর্শেই পার্টিকে এগিয়ে নিয়ে যাব।

একইসঙ্গে রওশন সংসদ জাতীয় পার্টিতে সম্মানের জায়গায় থাকবেন বলে জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বেগম রওশন আমাদের অভিভাবক। তার ইচ্ছে পরামর্শে জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যাব। পার্টিতে অনৈক্য বিভেদের কোনো স্থান নেই। সবাইকে নিয়েই গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে এগিয়ে যাব।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় হুসেইন মুহম্মদ এরশাদের জ্যেষ্ঠপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ।