ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৩৬

ভারত থেকে শেখ হাসিনার স্টেটমেন্ট স্বস্তির নয়: পররাষ্ট্র উপদেষ্টা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:৪৪ ১৫ আগস্ট ২০২৪  

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো স্টেটমেন্ট সরকারের জন্য স্বস্তিদায়ক নয় বলে দেশটির হাইকমিশনারকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার দিনভর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।  

 

তৌহিদ হোসেন বলেন, ‘ভারত থেকে শেখ হাসিনার স্টেটমেন্ট অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তির নয়, তা দেশটির হাইকমিশনারকে জানানো হয়েছে। এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য অন্তরায়।’ 

 

গত ৫ আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। 

 

এর মধ্যে মঙ্গলবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাঁর একটি খোলা চিঠি প্রকাশ করা হয়। পদত্যাগ এবং দেশ ছাড়ার পর এটিই ছিল তার প্রথম বক্তব্য। খোলা চিঠিতে জুলাই ও আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত ও নাশকতার ঘটনার বিচার চান সাবেক প্রধানমন্ত্রী। 

 

ভারতের হাইকমিশনারের সীমান্ত হত্যা নিয়েও কথা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা চাইলে অবশ্যই বন্ধ করতে পারি। আমি তাকে (হাইকমিশনার) বলেছি, আমি যখন মুক্ত মানুষ ছিলাম এটা নিয়ে প্রচুর লিখেছি। আমার বিশ্বাস, আমরা চাইলে এটা বন্ধ করতে পারি।’ 

 

তিস্তার পানি বণ্টন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তিস্তার কথা বলেছি, পানি কম আছে আমি জানি। একদেশের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুও নেই। কিন্তু আছে তো! দেখা যাচ্ছে, দুপাশে ক্যানেল যাচ্ছে এবং ইরিগেশন হচ্ছে। আর মাঝে বাংলাদেশ শুকনো। আমি বলেছি, ১০০ কিউসেক পানিও যদি থাকে এর মধ্যে ৩০ কিউসেক কি আমাদের দিতে পারেন না। প্রকল্প নিয়ে কোনো কথা হয়নি।’ 

 

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক তুলে ধরে তিনি বলেন, ‘চীন খুব সেট কথা বলে। আমিও জানিয়েছি, তাদের যে কনসার্ন আছে সেটা নিয়ে বাংলাদেশ সব সময় সমর্থন দিয়েছে, এখনও একই অবস্থানে আছে। চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সরকার কে থাকল, না থাকল এটা বিষয় নয়। কারণ চীনের সাথে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে। আমি বলেছি, অর্থনৈতিক টানাপড়েন চলছে আমরা আশা করি চীন আমাদের সহায়তা করবে।’ 

 

তৌহিদ হোসেন জানান, সকল রাষ্ট্রদূতদের জানানো হয়েছে কেনো এই সরকার এসেছে। তবে রোডম্যাপ এখনো জানা নেই। রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তনে কাজ করছে সরকার। এই সরকারের কারোই রাজনৈতিক অভিলাষ নাই।