ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১৭৫

ভারতে গিয়ে এমন কথা বলিনি: পররাষ্ট্রমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৮ ২২ আগস্ট ২০২২  

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তার ধারে কাছেও আমি নেই। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে, ভারতে গিয়ে এমন কথা বলিনি। এটা একটা ডাহা মিথ্যা কথা। নির্বাচন নিয়েও আমি কোনো কথা বলিনি।

 

সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

 

গত ১৮ আগস্ট চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।

 

ওই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী। সেই বক্তব্যের ব্যাখ্যা চায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা এ বক্তব্যকে তা ব্যক্তিগত বলেও অভিমত দেন। 

 

এরই মধ্যে ‘বিতর্কিত’ বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে রোববার (২১ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়।