ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৩৪

ভারতে বিশ্বের বৃহত্তম গণভ্যাকসিনেশন শুরু হচ্ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩২ ৪ জানুয়ারি ২০২১  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে দেশে বিশ্বের বৃহত্তম প্রতিরোধমূলক কর্মসূচি শুরু হতে চলেছে। ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা জরুরি ব্যবহারের জন্য দুটি ভ্যাকসিন অনুমোদনের একদিন পরে তিনি এ ঘোষণা দিলেন। 

 

ভারতে ভ্যাকসিন তৈরির জন্য বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের প্রশংসা করে মোদি বলেন, তাদের জন্য দেশ গর্বিত। ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ-এ তার বক্তব্যে বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, ভারত উৎপাদিত পণ্যসমূহের কেবল বৈশ্বিক চাহিদাই নয়, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতাও রয়েছে তা নিশ্চিত করতে হবে।


ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা রোববার সিরাম ইনস্টিটিউট উৎ্পাদিত অক্সফোর্ডের কোভিড -১৯ ভ্যাকসিন কোভিশিল্ডকে পুরোপুরি এবং দেশীয়ভাবে বিকশিত বায়োটেকের কোভাক্সিনকে দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়ায় একটি বিশাল ইনোকুলেশন ড্রাইভের পথ প্রশস্ত করেছে।


মোদি বলেন, অতীত আমাদের শেখায়, একটি দেশ যত বেশি বিজ্ঞানের দিকে মনোনিবেশ করবে প্রযুক্তিও তত বেশি শক্তিশালী হবে। আবার এ প্রযুক্তি নতুন শিল্পসমূহকে সহায়তার পাশাপাশি গবেষণাকে এগিয়ে নিয়ে যায়। এ চক্র দেশকেও এগিয়ে নেয়। 

 

তিনি গুরুত্বারোপ করে বলেন, তার দেশের সরকারি বা বেসরকারি উভয় খাতের পরিষেবা ও পণ্যসামগ্রীর মান বিশ্বজুড়ে তাদের শক্তি নির্ধারণ করবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর