ঢাকা, ০৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৯

ভারতের ‘দরদি’ শিল্পপতি রতন টাটা আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৪:১৮ ১০ অক্টোবর ২০২৪  

ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

 

ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন। গত সোমবার স্বাস্থ্যের অবনতির খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি।

 

এর দুই দিনের মাথায় গ্রুপের মূল কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে রতন টাটার মৃত্যুর খরর ঘোষণা করেন। একইসঙ্গে এই মহীরূপ বণিকের দরদি জীবন এবং ভারতের ব্যবসাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার কীর্তিকথা তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করেন তিনি।

 

দ্য হিন্দুর খবরে জানানো হয়, নিজের আয়ের ৬৫ শতাংশ মানুষের কল্যাণে দান করে গেছেন রতন টাটা। তার মৃত্যুতে ভারতে শোকের ছায়া নেমে এসেছে।

 

দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও শিল্প-সংস্কৃতির অঙ্গনের শীর্ষস্থানীয়রা শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর