ঢাকা, ২১ ফেব্রুয়ারি শুক্রবার, ২০২৫ || ৮ ফাল্গুন ১৪৩১
good-food
৪১

ভালোবাসা দিবসে আইস্ক্রিনে ‘আসবে কি ফিরে?’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:২৬ ১৫ ফেব্রুয়ারি ২০২৫  

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘আসবে কি ফিরে?’। প্রেম ও পরিণয়ের গল্প অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। এতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, ভালোবাসা দিবসকে ঘিরে এদিন থেকে দেখা যাচ্ছে ওয়েব ফিল্মটি। এটি নিখাদ প্রেমের গল্প নির্ভর সিনেমা। 

 

তাতে দেখা যায়, অসুস্থ খায়রুল বাসারকে বাসায় নিয়ে আসেন তিশা। পাশাপাশি থাকতে থাকতে ভালোবাসার মায়াজালে জড়িয়ে পড়েন তারা। কিন্তু তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় পরিবার। 

 

দুজনকে আলাদা করতে বাসারকে পুলিশের হাতে তুলে দেয় তিশার পরিবার। উভয়ের প্রেমের পরিণতি কী- তা শেষে বোঝা যায়। এতে আরো অভিনয় করেছেন মিলি বাসার ও সমু চৌধুরী।

 

এই সিনেমায় 'যেন ছুঁয়েছি আকাশ' এবং 'মনের উঠোন' গান রয়েছে। জয়ন্ত কর্মকারের কথায় দুটিতে কণ্ঠ দিয়েছেন শিলা দেবী। সুর করেছেন আপেল মাহমুদ এমিল।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর