ঢাকা, ১০ ফেব্রুয়ারি সোমবার, ২০২৫ || ২৮ মাঘ ১৪৩১
good-food
১৫

ভালোবাসা মধুর করতে উপহার দিন চকোলেট, রয়েছে দুর্দান্ত উপকারিতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৭ ৯ ফেব্রুয়ারি ২০২৫  

চলছে 'ভ্যালেন্টাইনস উইক'। ফেব্রুয়ারি শুরু হতেই বাতাসে ভালোবাসার স্পর্শ। চারপাশে রোমান্সের আবহ অনুভব করেন সবাই। কারণ সামনেই ভ্যালেন্টাইনস ডে। রোজ ডে, প্রপোজ ডে-র পর আসে চকোলেট ডে। ভ্যালেন্টাইন'স সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন। ৯ ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে চকোলেট ডে। তবে শুধু উপহার হিসেবেই নয়, চকোলেটের গুণে সম্পর্ক হয়ে ওঠে মধুর।

 

কিন্তু জানেন, কেন সুস্থ সম্পর্ক গড়তে উপহার দেবেন চকোলেট? প্রিয় মানুষদের কাছে দিনটি আরও বেশি স্পেশাল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চকোলেট খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে। চলুন এই বিশেষ দিনে চকোলেটের উপকারিতা জেনে নেয়া যাক-

 

# ভালোবাসার মানুষের স্বাস্থ্য সুন্দর হোক, তাকে দেখতে ভালো লাগুক, এমনটা চেয়ে থাকেন সবাই। তবে জানেন কি, চেহারা সুন্দর রাখতে দারুণ উপকারী ডার্ক চকোলেট? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ডার্ক চকোলেট খেলে মিষ্টি, নোনতা, ফ্যাটজাতীয় খাবার খাওয়ার প্রবণতা অনেকটাই কমে। তাই স্বাস্থ্য সুন্দর রাখতে ডার্ক চকোলেট দিয়ে মনের মানুষকে খুশি করুন।

 

# কর্মব্যস্ততায় কমবেশি সবাই ভুগছেন। কাজের চাপ ও বাড়ির চাপে দিন কাটানো দায়। এমন পরিস্থিতিতে আপনার স্ট্রেস কমাতে পারে চকোলেট। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রেস কমাতে সাহায্য করে চকোলেট। আর তাই সম্পর্কে খুশি থাকতে চকোলেট যেমন সাহায্য করে, তেমনই ব্রেকআপের পর স্ট্রেস কাটাতেও তা দারুণ বন্ধু।

 

# আপনি কি জানেন, ডার্ক চকোলেট ইনসুলিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে? বিশেষজ্ঞরা বলছেন, ডার্ক চকোলেটের মধ্যে থাকা ফ্ল্যাভনয়েড রক্তে ইনসুলিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে। তাই ভালোবাসার মানুষটিকে দীর্ঘদিন সুস্থ রাখতে তাকে চকোলেটের দিতেই পারেন।

 

# ভালোবাসার মৌশুমে সম্পর্ক সুন্দর রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আচরণ। যেকোনও পরিস্থিতির মোকাবিলা, প্রতিক্রিয়াই সম্পর্কের মধ্যে টান বাড়ায়। আপনি যদি রোজ চকোলেট ড্রিঙ্ক খান, তবে এটি আপনার বুদ্ধি বাড়াতে সাহায্য করবে।

 

# আপনি কি জানেন, মহিলারা গর্ভাবস্থায় চকোলেট খেলে, তারা স্ট্রেসমুক্ত থাকেন? গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। তাই প্রেগন্যান্ট স্ত্রীকে যত খুশি চকোলেট উপহার দিন। এতে ভালোবাসা বাড়বেই। সঙ্গে সুস্থ থাকবে মা ও শিশু।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর