ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ৯ বৈশাখ ১৪৩২
good-food
৭৫৫

ভিপি নুরের ওপর হামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৫ ১৭ ডিসেম্বর ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় এ হামলা হয়।

এই ঘটনায় সিফাত নামে এক শিক্ষার্থী আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। এছাড়া হামলায় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও আহত হয়েছেন।

সম্প্রতি নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। তাদের দাবির সাথে একমত হয়ে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

হামলার পর সমাবেশে নুরুল হক নুর বলেন, দেশের স্বার্থবিরোধী আর কোন সিদ্ধান্ত নিতে দিব না। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কারণ এই স্বৈরাচার সরকার।