ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৮১

ভোট গণনা নিয়ে উত্তেজনা চরমে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৪ ৫ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ চারটি ব্যাটলগ্রাউন্ডের ফলাফল নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে। বেশকিছু শহরের রাস্তায় বিক্ষোভ করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বিরোধিরা।

 

পোর্টল্যান্ড, ওরেগনে সমাবেশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই শহরে অবস্থান নিয়েছে ন্যাশনাল গার্ডের সদস্যরা (মার্কিন সৈন্য)।

 

বিক্ষোভকারীরা বলেন, প্রতিটি ভোট গণনা করতে হবে। ডাকযোগে আসা প্রত্যেকটি ভোটের মূল্য আছে।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, সিটি সেন্টারে কিছু লোকজন বিক্ষোভ করেছে। কয়েকটি দোকানপাটের জানালা ভেঙেছে তারা। পুলিশ একে দাঙ্গা হিসেবে অভিহিত করেছে।

 

মিনিয়াপোলিসেও বিক্ষোভ হয়েছে। ওই সময় শহরের প্রধান রাস্তা বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

প্রতিটি ভোট গণনার দাবিতে আয়োজিত নিউইয়র্কের ম্যানহাটনে হাজারো মানুষের নির্বাচনী শোভাযাত্রা সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় পুলিশ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে

 

ইউএস মিডিয়া বলছে, ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কিছু লোকজন। কারণ, ভোট গণনা বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

 

নিউইয়ক, ফিলাডেলফিয়া ও শিকাগো শহরেও একইরকম মিটিং, মিছিল হয়েছে। ফোনিক্স ও অ্যারিজোনাতেও প্রতিবাদ জানান ভোট গণনা বিরোধিরা।

 

এর ফাঁকে ডেট্রোয়টে একটি ভোটকেন্দ্রের বাইরে অবস্থান নেন ট্রাম্প সমর্থকরা। তারা চিৎকার করে বলেন, ভোট গণনা বন্ধ কর।

 

এপির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬৪ ইলেকটোরাল ভোট জিতে এগিয়ে আছেন বাইডেন। পরিপ্রেক্ষিতে স্পষ্ট, হোয়াইট হাউসের দ্বারপ্রান্তে তিনি। কারণ, এখন পর্যন্ত ট্রাম্প জিতেছেন ২১৪ ইলেকটোরাল ভোট।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর