ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮৪

ভ্যাকসিন মজুদ করছে ধনী দেশগুলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৯ ১০ ডিসেম্বর ২০২০  

ব্যাপকহারে করোনা ভ্যাকসিন মজুদ করছে বিশ্বের ধনী দেশগুলো। নিজেদের জনসংখ্যার প্রায় তিনগুণ ক্রয়াদেশ দিয়েছে তারা। ফলে দরিদ্র দেশগুলো প্রাণঘাতী ভাইরাসের প্রতিষেধক থেকে বঞ্চিত হওয়ার আশংকা তৈরি হয়েছে। 

 

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার ও দাতা সংস্থার জোট পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স এই আশঙ্কা প্রকাশ করেছে। তারা বলছে, প্রায় ৭০টি নিম্নআয়ের দেশ প্রতি ১০ জন নাগরিকের মধ্যে মাত্র একজনকে কোভিড-১৯ ভ্যাকসিন দিতে পারবে।

 

বিশ্বজুড়ে ন্যায্য ও সুষ্ঠুভাবে ভ্যাকসিন সরবরাহে নানা পদক্ষেপ নিয়েছে একাধিক সংস্থা। ভ্যাকসিন সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ জোট কোভ্যাক্স ৯২টি নিম্নআয়ের দেশে ৭০ কোটি ডোজ টিকা পাঠানোর চুক্তি করেছে।

 

তবে এতসব পরিকল্পনার পরও বিশ্বব্যাপী সমভাবে ভ্যাকসিন বিতরণ সম্ভব হবে না বলে সতর্ক করেছে পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম, গ্লোবাল জাস্টিস নাও’সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই জোট গঠিত।

 

জোটটি বলছে, বেশ ক’টি ভ্যাকসিন বাজারে আসছে। একটি বাদে বাকিগুলো অনুমোদনের অপেক্ষায় আছে। এরই মধ্যে বিশ্বের সম্পদশালী দেশগুলো নিজেদের জনসংখ্যার চেয়ে তিনগুণ বেশি অর্ডার দিয়েছে। শুধু কানাডা যে ক্রয়াদেশ দিয়েছে, তাতে দেশটির প্রত্যেক নাগরিককে পাঁচবার টিকা দেয়া যাবে।

 

পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স জানায়, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১৪% মানুষ ধনী দেশগুলোতে বসবাস করে। অথচ ইতোমধ্যে ভ্যাকসিনের ৫৩ শতাংশ ডোজ কিনে নিয়েছে তারা।

 

অক্সফামের স্বাস্থ্যনীতি ব্যবস্থাপক আনা ম্যারিয়ট বলেন, কার কাছে কত টাকা আছে কিংবা তিনি কোন দেশের নাগরিক, সেটার ওপর ভিত্তি করে জীবনরক্ষাকারী ভ্যাকসিন দেয়া উচিত হবে না। কিন্তু নাটকীয় কোনো বদল না ঘটলে বিশ্বের কোটি কোটি মানুষ নিরাপদ ও কার্যকর টিকা থেকে বঞ্চিত হবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর