ঢাকা, ১২ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫ || ২৯ মাঘ ১৪৩১
good-food
১৬

ভ্যালেন্টাইন্স ডে’তে কি গিফট দেবেন প্রিয়জনকে? রইলো কিছু আইডিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৭ ১১ ফেব্রুয়ারি ২০২৫  

চলছে ভ্যালেন্টাইন্স উইক। রোজ ডে, প্রপোজ ডে- সব পেরিয়ে আসতে চলেছে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইস ডে। ওই দিন কম-বেশি সবাই চান নিজের মনের মানুষটিকে কিছু অন্যরকম উপহার দিতে। এমন কিছু উপহার, যা প্রিয় মানুষটির মন ছুঁয়ে যাবে। এদিকে, পকেট যেন গড়ের মাঠ! এখনও ঠিক করে উঠতে পারেননি, কি কিনবেন? চিন্তা নয়, কম খরচে প্রিয়জনের জন্য ভালো উপহারের সন্ধান নিয়ে হাজির আমরা। দেখে নিন কি কি উপহার তাকে দিতে পারেন-

 

বই 

বইপ্রেমী মানুষদের কাছে বইয়ের থেকে সেরা উপহার আর কিছু নেই। তাই আপনার ভালোবাসার মানুষটি যদি হয় বই পড়ার পোকা, তাহলে তাকে উপহার দিতে পারেন কোনও রোম্যান্টিক উপন্যাস বা তার পছন্দের বই। সঙ্গে থাকুক একগুচ্ছ গোলাপ।

 

কাস্টমাইজড চকোলেট 

চকোলেট উপহার হিসেবে পেতে কে না ভালোবাসে বলুন। ছোট-বড় সবাই পছন্দ করেন চকোলেট। তবে যদি সেটা হয় কাস্টমাইজড? তাহলে বলুন তো কেমন হয়। আজকাল বাজারে নানা রকম স্বাদ ও আকারের চকোলেট অর্ডার দিয়ে বানানো যায়। তাই মনের মানুষের জন্য পছন্দমতো স্বাদ ও আকারের চকোলেট বানিয়ে নিতে পারেন। তাতে লিখিয়ে নিন প্রিয়জনের নাম। দেখবেন, তার মন খুশি হয়ে যাবে।

 

পারফিউম 

বিশেষ এই দিনে প্রিয়জনকে উপহার দিতে পারেন একটি সুন্দর পারফিউম। এখন বাজারে অনেকরকম পারফিউমের সঙ্গে গিফট প্যাক পাওয়া যায়। খুব বেশি দামও হয় না এগুলোর। সঙ্গে থাকে একটি বক্সে ৪-৫টি আলাদা আলাদা গন্ধের পারফিউম। মনের মানুষকে বিশেষ দিনে পারফিউম দিলে মন খুশি হবেই।

 

কাস্টমাইজড কুশন 

আজকাল বাজারে খুব সহজেই বিভিন্ন ধরনের কাস্টমাইজড কুশন পাওয়া যায়। এতে আপনি আপনার প্রিয় মানুষটির ছবি বসিয়ে তৈরি করতে পারেন। এছাড়া সিকুয়েন্সের তৈরি কুশনও বিশেষ দিনে উপহার দিতে পারেন। তাছাড়া বর্তমান ভালোবাসার মানুষটিকে উপহার দিতে পারেন ফুল ও গ্রিটিংস কার্ড। এগুলো দেয়ার তেমন প্রচলন বর্তমানে না থাকলেও আপনার এমন অভিনব উপহারে মন কাড়বে প্রিয়জনের।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর