ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১৪৪

ভয়ংকর ডেঙ্গুজ্বরে হবিগঞ্জ সিভিল সার্জনের প্রাণহানি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১০ ২২ জুলাই ২০১৯  

ডেঙ্গুজরে আক্রান্ত হয়ে মারা গেলেন হবিগঞ্জের নবাগত সিভিল সার্জন ডাঃ শাহাদত হোসেন হাজরা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতীন্দ্র চন্দ্র দেব জানান, সম্প্রতি ডেঙ্গু জরে আক্রান্ত হন সিভিল সার্জন। রোববার সকালে অফিস করার পর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় অংশ নেন। এসময় সভায় অসুস্থতাবোধ করলে সেখান থেকে বাসায় চলে আসেন।

 

বিকেলে আবারো অসুস্থবোধ করলে দ্রুত তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। রাত সাড়ে ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।

 

গত ৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের ১৩ দিনের মাথায় স্বাস্থ্য বিভাগের প্রধানকে হারিয়ে শোকের ছায়া নেমে আসে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে।

ডা. হাজরার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।