ঢাকা, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১
good-food
৪০

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এফআইআর

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:৪৫ ৩০ আগস্ট ২০২৪  

বিজেপি শাসিত রাজ্যের নাম নিয়ে 'হুমকি' দিয়েছেন বলে অভিযোগ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিল্লি পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে মমতার নামে এফআইআর করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল।

 

বুধবার (২৮ আগস্ট) কলকাতার মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন, বাংলায় যদি আগুন লাগান কোনো রাজ্যই থেমে থাকবে না। বাংলায় আগুন লাগলে আসাম, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ডসহ উত্তর-পূর্ব থেমে থাকবে না ও দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।

 

এই মন্তব্যের পরেই দেশের সুপ্রিমকোর্টের আইনজীবী বিনীত জিন্দাল মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৫২, ১৯২, ১৯৬, ১৫৩ ধারায় দিল্লির পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখে অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগপত্রে আইনজীবী বিনীত জিন্দাল লিখেছেন, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভায় মমতা বলেছেন, বাংলা জ্বললে আসাম, বিহার, ঝাড়খন্ড উড়িষ্যা ও দিল্লি জ্বলবে। এটা স্পষ্ট যে এই মন্তব্য প্ররোচণামূলক ও রাষ্ট্রবিরোধী। বিভিন্ন অঞ্চলের একাধিক গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের ওপর তার প্রভাব রয়েছে। সাংবিধানিক পদে থেকেও এইরকম মন্তব্যের জেরে অশান্তি ছড়াতে পারে।'

 

এই অভিযোগপত্রটা দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠিয়েছেন বলেও জানান সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল।

 

এই মন্তব্যের পর মমতাকে পালটা জবাব দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে লেখেন, 'উত্তর-পূর্বকে হুমকি দেয়ার সাহস কী করে হল দিদি আপনার? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমি। প্রকাশ্যে উত্তর-পূর্ব এবং বাকি জাতির কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। অবিলম্বে বিভেদমূলক রাজনীতি বন্ধ করতে হবে। সহিংসতা এবং ঘৃণা উস্কে দেয়া বন্ধ করতে হবে মমতাজি। একজন রাজনৈতিক নেতার পাবলিক প্ল্যাটফর্মে সহিংসতার হুমকি দেয়া অত্যন্ত অপ্রীতিকর।' 

 

এদিকে মমতার মন্তব্যের বিরোধিতা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'তৃণমূল সরকারের নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা।'

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর