ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৬০৩

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ জন বরখাস্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১১ ৭ সেপ্টেম্বর ২০২০  

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এ দুর্ঘটনা সংঘঠিত হওয়ার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
সোমবার বরখাস্তের সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।
ওই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা ৯ জনের অবস্থাও আশংকাজনক। তবে একজন শংকামুক্ত হয়েছেন।
গত শুক্রবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়। নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ দুর্ঘটনা ঘটে। 
এ অনকাঙ্ক্ষিত ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মূল তথ্য অনুসন্ধানে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর