ঢাকা, ১৩ এপ্রিল রোববার, ২০২৫ || ৩০ চৈত্র ১৪৩১
good-food
৪৫

মহাকাশে কেন চুল বাঁধেননি সুনিতা?

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০১ ২০ মার্চ ২০২৫  

সম্প্রতি নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে ‘বুনো চুলওয়ালা মহিলা’ বলে রসিকতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। ইন্টারনেটে মিমের বন্যা বয়ে গেছে। তবে এর সঙ্গে একটি প্রশ্নও উঠেছে, সুনিতা উইলিয়ামস আসলে কেন মহাকাশে চুল খোলা রেখেছিলেন?

 

সাধারণত, মহাকাশচারীরা, বিশেষ করে নারীরা, মহাকাশে চুল বাঁধেন না? কিন্তু কেন? এই প্রশ্ন আরও বেশি আলোচনায় এসেছে। কারণ সুনিতার একটি সাক্ষাৎকারের ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে কথা বলার সময় স্বাভাবিকভাবে চুল ঠিক করছিলেন। এরপর থেকেই নেটিজেনরা কৌতূহলী হয়ে ওঠেন, কেন তিনি চুল খোলা রাখেন? 

 

প্রথমত, মহাকাশে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। তাই চুলের সাধারণ সমস্যা সেখানে তেমন একটা হয় না। পৃথিবীতে মাধ্যাকর্ষণ চুলকে নিচের দিকে টেনে রাখে। যার ফলে চুল জট বাঁধে বা এলোমেলো হয়ে যায়।

 

কিন্তু মহাকাশে তা স্বাভাবিকভাবেই ভাসতে থাকে। আর এতে কোনো অসুবিধা সৃষ্টি করে না। মহাকাশচারীদের কাজ করার সময় চুল পড়ার চিন্তা করতে হয় না। পৃথিবীর মতো তা সামনে চলে আসার সমস্যা নেই। তাই বাঁধারও তেমন দরকার হয় না।

 

মাধ্যাকর্ষণ না থাকায় মহাকাশে চুল জট বাঁধে না। পৃথিবীতে তা ঠিক রাখতে বারবার আঁচড়ানোর প্রয়োজন হয়। কিন্তু মহাকাশে চুল ভাসতে থাকে, তাই জট লাগার সম্ভাবনা কম। ফলে মাসের পর মাস না আঁচড়ালেও কোনো সমস্যা হয় না।

 

এর আরেকটি বড় কারণ হলো, স্বস্তিতে থাকা। মহাকাশচারীদের প্রায়ই হেলমেট ও অন্যান্য হেডগিয়ার পরতে হয়। এতে মাথার ত্বকে বাতাস চলাচল কঠিন হয়ে যায়। চুল খোলা রাখলে মাথা ঠান্ডা ও আরামদায়ক থাকে, বিশেষ করে মহাকাশে দীর্ঘ সময় কাজ করার সময়।