ঢাকা, ১১ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২৮ চৈত্র ১৪৩১
good-food
২২৬

মহামারী করোনা : নাটোরে এক দিনে ৩ ভাইয়ের মৃত্যু!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৩ ১০ জুলাই ২০২১  

রাজধানীর একটি হাসপাতালে শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে ছোট ভাই  মৃত্যু হয়।  ছোটভাইয়ের মৃত্যুর খবর শুনে হার্ট এ্যাটাক করে বড় ভাইও মৃত্যুর কোলে ঢলে পড়েন। একইদিন করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তাদের আরেক ভাইয়ের মৃত্যু হয়। একদিনে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

নিহত তিন ভাই হলেন- নাটোর শহরের চকরামপুর এলাকায় অবস্থিত পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম পচু (৫৬) তার ভাই বাবলু রহমান (৫৮) এবং জাহাঙ্গীর হোসেন (৫০)।

শরিফুল ইসলাম পচুর বড় ছেলে সুরুজ ইসলাম জানান, তার বাবা করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শুক্রবার ভোরে মারা যান। এ খবর শোনার পর পচুর বড় ভাই বাবলু রহমান নাটোরের চাকরামপুর নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান।
 আরেক ছোটভাই জাহাঙ্গীর হোসেন করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনিও মারা যান। কয়েক ঘণ্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর