ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩৪৫

মাদকসহ ভুয়া সংসদ সদস্য গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৪ ১১ জানুয়ারি ২০২০  

প্রাইভেটকারে জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে ভুয়া সংসদ সদস্য এবং গাড়ির চালককে গ্রেফতার করেছে র‌্যাব। ওই গাড়ি থেকে ৮৭৩ বোতল ফেনসিডিল এবং ১৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে তারা।
শুক্রবার বিকেলে নরসিংদী জেলার মাধবদী মাজার বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। পরে প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে র‌্যাব-১১ প্রধান কার্যালয়ে আনা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ভুয়া সংসদ সদস্য পরিচয়দানকারী মো. ওয়াসিম মিয়া (৩২)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার টেকানগর এলাকায়। গাড়ির চালক মো. রুহুল আমিনের (৩২) বাড়ি ঠাকুরগাঁওয়ের জাহান পাড়া এলাকায়। 

শনিবার দুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
র‌্যাব জানায়, গোপনে খবর পেয়ে গাড়িসহ তাদের আটক করা হয়। এসময় তারা গাড়ি তল্লাশিতে বাধা দেয়।  মাদক ব্যবসায়ী ওয়াসিম নিজেকে একটি নির্দিষ্ট এলাকার সংসদ সদস্য এবং রুহুল নিজেকে সংসদ সদস্যের চালক হিসেবে পরিচয় দেয়।
র‌্যাব আরও জানায়, তারা জাতীয় সংসদের লোগো ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় এসব কর্মকাণ্ড চালাতো ওরা। 
তাদের বিরুদ্ধে নরসিংদীর মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর