ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৯২

মানব সেবায় ফাউন্ডেশন খুলবো: হিরো আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০১ ১২ ফেব্রুয়ারি ২০২৩  

জনগণ বলছে, আমি তাদের লোক। তাই তাদের পাশে থাকতে চাই। এ কারণে মানবতার সেবায় এবার নিজের নামে ফাউন্ডেশন খুলবো বলে সিদ্ধান্ত নিয়েছি। একা তো সবকিছু করতে পারবো না। তাই সবার সাহায্য সহযোগিতা নিয়ে এই ফাউন্ডেশন পরিচালনা করবো। সময়ের আলাচিত তারকা হিরো আলম গণমাধ্যমকে এ কথা জানান ।

 

হিরো আলম বলেন, হবিগঞ্জের এক শিক্ষকের কাছ থেকে উপহার পাওয়া মাইক্রোবাসটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে গরিব মানুষের সেবা দেওয়ার মধ্য দিয়ে এ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হবে। অনেক আগে থেকে মানবতার সেবায় বিভিন্ন জেলায় নানা কার্যক্রম চালিয়ে আসছি।

 

তিনি বলেন, সিলেটে বন্যার সময় সামর্থ অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করেছি। বগুড়ায় ত্রাণ কার্যক্রম ছাড়াও ঈদে গরিব মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছি। এখন হিরো আলম ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবায় কার্যক্রম পরিচালনা করতে চাই।

 

জনপ্রিয় এই তারকা বলেন, বিশেষ করে কাহালু-নন্দীগ্রাম এবং বগুড়া সদরের সর্বস্তরের মানুষ যেভাবে ভোট দিয়ে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। তাদের কাছে আমি ঋণী। এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই।

 

তিনি বলেন, ফাউন্ডেশন চালানোর মতো সামর্থ ও অর্থ হয়তো আমার কাছে নেই। তবে আমার কাজের কারণে দেশ–বিদেশে অনেক ভক্ত, শুভাকাঙ্ক্ষী হয়েছে। তারা সব সময় আমার পাশে ছিলেন। আশা করছি, এই মানবিক উদ্যোগে আমার পাশে সবাই থাকবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর