ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫

মানুষ সঙ্গীকে ধোঁকা কেন দেয়?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫১ ৯ ডিসেম্বর ২০২৪  

আপনি প্রেমে ছিলেন অনেক বছর ধরে। হঠাৎ করে দেখলেন আপনার সঙ্গী আপনাকে ধোঁকা দিতে শুরু করেছে। তারপর কোনো কারণ জানা ছাড়াই একদিন সবশেষ। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কে ধোঁকা ব্যাপারটি দুম করে আসে না। বহুদিন ধরে অনেক কিছু জমে গিয়ে তৈরি হয় একটি ধোঁকার পাহাড়। 

 

বিশেষজ্ঞরা আরও বলেন, এই ধোঁকা ব্যাপারটা কিন্তু আগে থেকেই একটা ছকের মধ্যে থাকে। যেখানে একজন সেই ছক তৈরি করে, আর অন্যজন সেই ছকের মধ্যে পড়ে যান। তবে এর নেপথ্যে থাকে অনেকগুলো কারণ।

 

এই যেমন ধরুন— অনেক দিন প্রেমসম্পর্কে থাকার পর একঘেয়েমি ঘিরে ধরে আপনাকে। তাই রোজকার একঘেয়ে জীবন থেকে কিংবা বলা ভালো— একঘেয়ে প্রেমসম্পর্ক থেকে সরিয়ে নেওয়ার জন্য মানুষ নতুন কিছুর দিকে ঝুঁকতে শুরু করেন। আর তার ফলেই পুরোনো সম্পর্কে ছেদ আসে।

 

তা ছাড়া অনেকে আবার প্রতিশোধস্পৃহা থেকেও সঙ্গীকে ধোঁকা দিতে শুরু করেন। যেমন ধরুন— আগের কোনো প্রেমসম্পর্কে ধোঁকা খাওয়ার পর মনের মধ্যে জিত পুষে রাখেন অনেকেই। সেই জিতেই প্রতিফলিত হয় পরের প্রেমসম্পর্কে। আর যার কারণে শুরু হয় ধোঁকা দেওয়া।

 

 এ ছাড়া প্রেমসম্পর্কে থেকেও যদি কেউ খুশি না থাকেন, তাহলে অনেকেই সুখ খোঁজার জন্য অন্য আরেকটি সম্পর্কের আশ্রয় নেন। আর সে কারণেই পুরোনো সম্পর্কের সঙ্গে ধোঁকার আলাপ।

 

এক সমীক্ষা বলছে— একটা প্রেমসম্পর্ক থেকে বের হতে বেশিরভাগ মানুষ ধোঁকাকে হাতিয়ার করেন। অর্থাৎ যদি সঙ্গীকে হঠাৎ করেই খারাপ লাগা শুরু হয়, কিন্তু কিছুতেই তাকে ছাড়া না যায়, তাহলে অনেকেই ধোঁকার সাহায্য় নিয়ে টা টা বাই বাই করে দেন পুরোনো প্রেমিক বা প্রেমিকাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন— এই হাতিয়ারের কোনো বিকল্প নেই।