ঢাকা, ২০ জানুয়ারি সোমবার, ২০২৫ || ৭ মাঘ ১৪৩১
good-food
৬৮৬

মামুনুর রশীদের সমালোচনা: আত্মহত্যার হুমকি দিলেন হিরো আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৪ ২৮ মার্চ ২০২৩  

রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান হয়েছে বলে নাট্যজন মামুনুর রশীদের মন্তব্যের প্রতিবাদে আত্মহত্যা হুমকি দিলেন হিরো আলম। সোমবার রাতে ফেসবুক লাইভে হিরো আলম ‘আমার কী অপরাধ, কেন আমার লেখাপড়া নাই, চেহারা নাই? আপনার ছেলে যদি হতাম আমি। এভাবে বলতে পারতেন কেউ। হিরো আলমের মামা খালু নাই, ওয়েট নাই। অনেক এমপি দেখছি- সমাজের, দেশের, মানুষের কথা বলে না। নিজেরা ব্যস্ত।’

 

হিরো আলম বলেন, ‘তাদের (মামুনুর রশীদ) মতো এত বড় মানুষ আমাকে নিয়ে কথা বলেছেন। এটা আমার জন্য সৌভাগ্য। আমি নাকি ১৮ কোটি লোকের রুচি নষ্ট করেছি। আপনারা কেন আমাকে সাপোর্ট করেন, রুচি নষ্ট করেন।’

 

তিনি বলেন, ‘স্যার আপনি আমাকে নিয়ে যে কথাবার্তা বলেছেন, অনেক আর্টিস্ট আপনার হাতে তৈরি। অনেক লোক আপনার হাতে তৈরি। স্যার আপনি ইচ্ছা করলে কিন্তু আমাকে তৈরি করতে পারতেন। কিন্তু করেন না।

 

মামুনুর রশীদের দিকে প্রশ্ন ছুঁড়ে হিরো আলম বলেন, ‘হিরো আলমের জন্য বাংলাদেশ নাকি নষ্ট হচ্ছে। যখন নাটকে গালিগালাজ করে, তখন কি আপনাদের রুচি নষ্ট হয় না?’

 

আত্মত্যার হুমকি দিয়ে তিনি বলেন, ‘আজ আমার জন্য কে দায়ী। আপনারা আমাকে নিয়ে কথা কেন বলেন? কেন ভাই? একদিন এমন লাইভ করে পৃথিবী থেকে চলে যাব। আপনার রুচি নিয়ে থাকেন। আমি যদি আত্মহত্যা করি, এর জন্য দায়ী থাকবেন আপনারা। মানুষ আত্মহত্যা কখন করে জানেন? সবকিছুতে টর্চারিং করতেছেন।’

 

এ সময় হিরো আলাম তাকে ধিক্কার দেওয়া বন্ধ করার অনুরোধ জানান।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর