ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৫৭

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৮:৫৩ ৩ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন আজ মঙ্গলবার (৩ নভেম্বর) । বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে লড়ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

 

বিশ্বের ক্ষমতাধর দেশটির জনগণ ২০২১ সালের জানুয়ারি থেকে চার বছরের জন্য হোয়াইট হাউসের প্রতিনিধি নির্বাচিত করবে । বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প আবার ক্ষমতায় ফিরবেন, নাকি জো বাইডেন হবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম  প্রেসিডেন্ট তা নির্ধারিত হবে আজকের ভোটে। 

 

যুক্তরাষ্ট্রের নির্বাচনে কী হতে যাচ্ছে,  সারা বিশ্বের  দৃষ্টি এখন সেদিকেই। প্রচারের শেষ দিন সোমবার ট্রাম্প এবং বাইডেন ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি তুলে ধরার জন্য শেষ সুযোগ হিসেবে পুরো দিন ব্যস্ত সময় পার করেন।

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মানেই হাতি ও গাধার দ্বন্দ্ব। সরাসরি হাতি ও গাধাকে যুদ্ধে না নামিয়ে দিলেও এই দুই মার্কা নিয়ে যুদ্ধে নামে যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেট পার্টি। রিপাবলিকান পার্টির প্রতীক হাতি আর ডেমোক্রেটিক পার্টির প্রতীক গাধা।

 

দ্বিতীয় মেয়াদে দেশটির দায়িত্বে ট্রাম্প আসছেন নাকি প্রথমবারের মতো সর্বোচ্চ পদে বাইডেন আসছেন তা ভোটগ্রহণ শেষে হয়তো মঙ্গলবার জানা যাবে না। নির্বাচনের দিন ভোট গণনা করে ফলাফল ঘোষণার কথা রয়েছে।

 

বেশ কয়েকটি জরিপ বলছে, এবার বাইডেন প্রেসিডেন্ট হতে চলেছেন। এনবিসি নিউজ-ওয়াল স্ট্রিট জার্নালের জরিপ বলছে, ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন তিনি। 

 

তবে বাইডেন জিতলে চমক থাকবে নিঃসন্দেহে। কিন্তু ট্রাম্প পরাজয় মানতে নারাজ। ইতোমধ্যে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। বিশ্লেষকরা আশংকা করছেন নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সংঘাত দেখা দিতে পারে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর