ঢাকা, ০৩ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১
good-food
২১

মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০২ ২ এপ্রিল ২০২৫  

এখন থেকে উপসাগরীয় দেশগুলোইরানে আক্রমণ করার জন্য মার্কিন যুদ্ধবিমানগুলোকে তাদের বিমান ঘাঁটি বা আকাশপথ ব্যবহার করতে দেবে না। এ সংক্রান্ত নিষেধাজ্ঞা ইতোমধ্যে  জারি করেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা হামলার হুমকি দেওয়ার পর সৌদি আরবসহ অন্য উপসাগরীয় দেশগুলো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : মিডল ইস্ট আই। 

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত সবাই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তারা তাদের আকাশসীমা বা অঞ্চলগুলোকে ইরানের বিরুদ্ধে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করতে দেবে না। যার মধ্যে জ্বালানি ভরার এবং উদ্ধার অভিযানও অন্তর্ভুক্ত রয়েছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে তথ্য দেওয়ার আগে ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্ত দেন। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো যুদ্ধের অংশ হতে চায় না।

পারমাণবিক চুক্তির আলোচনার টেবিলে তেহরানকে চাপে রাখতে ইয়েমেনে শক্তি প্রদর্শনের জন্য হুথিদের উপর ব্যাপক বিমান হামলা করছে যুক্তরাষ্ট্র। এই সময় উপসাগরীয় দেশগুলোর কঠোরতা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা।

যদি ইরান বুঝতে পারে যুক্তরাষ্ট্রের তেল সমৃদ্ধ আরব মিত্ররা হামলার সঙ্গে একমত নয়, তাহলে তাদের আলোচনার অবস্থান আরও শক্ত হতে পারে।

তবে হুথিদের হামলার ব্যাপারে উপসাগরীয় দেশগুলো বেশ সহনশীল। একজন সাবেক মার্কিন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক হামলার জন্য আমেরিকা উপসাগরীয় দেশগুলোকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করছে। তবে কোন ঘাঁটি ব্যবহার করা হচ্ছে তা তিনি প্রকাশ করতে রাজি হননি।