ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২২৫

মাসসেরার দৌড়ে বাংলাদেশের নাহিদা-ফারজানা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৮ ৭ ডিসেম্বর ২০২৩  

আইসিসির নভেম্বর মাসে মেয়েদের সেরা খেলোয়াড়ের দৌড়ে বাংলাদেশের আধিক্য। সেরার দৌড়ে আছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার, টপঅর্ডার ব্যাটার ফারজানা হক এবং পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল।

 

তরুণ বোলার নাহিদা আক্তারের ম্যাজিকে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ফর্ম ধরে রেখে নভেম্বরে ওয়ানডে সিরিজ জেতে নিগার সুলতানা জ্যোতির দল। ২৩ বর্ষী বাঁহাতি স্পিনার নাহিদা ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়েছিলেন।

 

প্রথম ওয়ানডেতে পাকিস্তান জেতার পর দ্বিতীয় ওয়ানডে টাই হয়। সুপার ওভারে দায়িত্ব পড়ে নাহিদার কাঁধে। মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন নাহিদা এবং বাংলাদেশ জিতে সিরিজে সমতা আনে। তৃতীয় ওয়ানডেতে ৩৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ১৬৬তে বেধে রাখেন নাহিদারা এবং জয়ের সাথে সিরিজও ঘরে রাখেন। সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে মাসসেরার তিনে এনেছে।

 

ডানহাতি টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পাকিস্তানের বিপক্ষে সিরিজটিতে সর্বাধিক রান সংগ্রাহক। ৩ ম্যাচের সিরিজে ৩৬.৬৬ গড়ে ১১০ করেছিলেন ৩০ বর্ষী ফারজানা। সর্বোচ্চ ৬২ রানের একটি ইনিংস খেলেছিলেন।

 

প্রথম ম্যাচে ৮ রানের পর দ্বিতীয় ম্যাচে ফারজানার ৪০ রানে ভর করে টাই করে বাংলাদেশ। সুপার ওভারে ম্যাচ জিতে নেয় টিম টাইগার্স। শেষ ওয়ানডেতে প্রথম উইকেট জুটিতে ১২৫ রান তোলে বাংলাদেশ, যা বাংলাদেশের সর্বোচ্চ জুটি এবং ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে জ্যোতির দল।

 

পাকিস্তানের সাদিয়া ইকবাল বাংলাদেশ সফরে পারফরম্যান্সে বেশ উজ্জ্বল ছিলেন। ১২.৫ গড়ে ৬ উইকেট তুলেছিলেন সাদিয়া, ইকোনোমি ২.৫৮। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারসেরা ১৩ রানে ৪ উইকেট তুলেছিলেন। প্রথম ম্যাচে জিতলেও পরের দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে দুই উইকেট নিলেও সাদিয়া তৃতীয় ও শেষ ম্যাচে ছিলেন উইকেটশূন্য।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর