ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
১৩৯৩

মায়ের লাইভ সাক্ষাৎকারে ঢুকে পড়ল বাচ্চা, ভিডিও ভাইরাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৪ ২১ জুলাই ২০২০  

করোনার জেরে গোটা বিশ্বে লকডাউন চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও ঢের দেরি। অন্তত কোনও ভ্যাকসিন বের না হওয়া পর্যন্ত তা অসম্ভব। বাসায় বসে কাজ করা, প্রয়োজন ছাড়া রাস্তায় কম বেরনো-এসব এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। 

‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা বর্তমানে সমগ্র বিশ্বে। কিন্তু অফিসের সব কাজ বাড়ি থেকে করা কিছুটা সমস্যার। এ নিয়ে কারো মনে কোনও সন্দেহ থাকার কথা নয় ৷ 

সম্প্রতি ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটি গোটা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। তাতে দেখা যাচ্ছে, বিবিসির সাংবাদিককে বাসায় বসে ভিডিও কলিংয়ের মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বেকায়দায় পড়েছেন একজন চিকিৎসক ৷

অবশ্য সেটা সমস্যার কিছু নয়। বাড়িতে থাকলে পরিবারের লোকজনরা আপনার সময় চাইবেন-ই। ছোট বাচ্চারা থাকলে তো কথাই নেই ৷ বাবা-মায়ের কাজের গুরুত্ব বোঝার মতো বয়স তাদের হয়নি৷ তাই যেকোনও সময় খেলতে খেলতে আপনার কাজের মধ্যে ঢুকে পড়তে পারে তারা ৷ 

বিবিসির শো ‘মাস্ট ওয়াচ পডকাস্ট’-এর সঞ্চালক স্কট ব্রায়ান সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন৷ যেখানে দেখা যাচ্ছে, টিভিতে ইন্টারভিউ দিতে বসেছেন চিকিৎসক মা। কিন্তু সেদিকে কোনও খেয়াল নেই তার ছোট শিশু কন্যার।

সে ইউনিকর্ন-এর ছবি এঁকেছে৷ চিন্তা করছিল, সেটি দেওয়ালে বা শো-কেসের কোনও তাকে রাখলে দেখতে ভালো লাগবে। তাই বারবার মাকে ডিস্টার্ব করে ও। বিষয়টি খেয়াল করেন অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টিয়ান ফ্রেজার৷ তাকে নজরে পড়ে শিশুটির। লাইভ অনুষ্ঠান চলাকালীনই তার নামা জিজ্ঞাসা করে বসে সে। 

এ কাণ্ডতেই মজেছেন লক্ষ লক্ষ মানুষ। ভিডিওটি এখন অবধি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রায় দেড় কোটি মানুষ দেখেছেন।

 

সাক্ষাৎকার বিভাগের পাঠকপ্রিয় খবর