ঢাকা, ২৯ জানুয়ারি বুধবার, ২০২৫ || ১৬ মাঘ ১৪৩১
good-food
১৯১৫

মিউজিয়াম হচ্ছে মেরিলিন মনরোর বাড়ি!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৪ ১৮ সেপ্টেম্বর ২০২৩  

পঞ্চাশ-ষাটের দশকে রুপালি পর্দায় দুর্দান্ত অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছিলেন মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো। অভিনয়ের টাকায় কিনেছিলেন ২ হাজার ৯০০ বর্গফুটের একটি বাড়ি। তার লস অ্যাঞ্জেলেসের হেলেনা ড্রাইভের সেই বাড়িটি ভেঙ্গে ফেলার হাত থেকে অবশেষে রক্ষা পেয়েছে। জানা গেছে, বাড়িটিকে মিউজিয়াম হিসেবে তৈরি করা হতে পারে।


জানা গেছে, সম্প্রতি বাড়িটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল। বাড়িটি বেশ পুরোনো বলেই ভাঙার নির্দেশ দেয় সিটি কাউন্সিল। এর পরেই বাড়িটি না ভাঙার দাবিতে ফোন ও ই-মেইলের মাধ্যমে প্রতিবাদ জানান আশপাশের বাসিন্দা ও মনরোর ভক্তরা।

 

অবশেষে বাড়িটি ভাঙার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিটি কাউন্সিল। তারা জানিয়েছে, বাড়িটি টিকিয়ে রাখতে হলে রক্ষণাবেক্ষণের প্রয়োজন। তাই তৈরি করা হয়েছে একটি বিশেষ কমিটি। পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিটি জানাবে কীভাবে টিকিয়ে রাখা যায় বাড়িটি।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর