ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৪৭

মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:১৯ ১০ জুলাই ২০১৯  

মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মুহাম্মদ জাহাঙ্গীর  মঙ্গলবার  রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। 


মুহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর জানান, তাঁর বাবা  মঙ্গলবার  রাত ১২টা ৪০ মিনিটে মারা যান। 

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর।

বরেণ্য এই সাংবাদিক মাইলো ফাইব্রোসেস (রক্তের ক্যান্সার) আক্রান্ত ছিলেন।সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০সালের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয় যুক্ত হন।  সাংস্কৃতিক পরিমন্ডলেও যুক্ত ছিলেন। নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়ক পাশাপাশি আর্ন্তজাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

মুহাম্মদ জাহাঙ্গীরের প্রথম জানাজা আজ বুধবার বেলা ১১টায়  জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।বাসার কাছের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে  বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর