ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৭০

মিথ্যা ও বানোয়াট প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ সেনাবাহিনীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১০ ২৫ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ও প্রচারণা চালানো হচ্ছে। যার মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে জনসাধারণকে মিথ্যা ও বানোয়াট প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে আইএসপিআরের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটের নাম : 
Bangladesh Army,  লিংক :  https://www.army.mil.bd  এবং 
Join Bangladesh Army  লিংক : https://joinbangladesharmy.army.mil,bd  । 
সেনাবাহিনীর ফেসবুক পেজের নাম : Bangladesh Army,  লিংক : https://www.facebook.com/bdarmy.army.mil.bd  ও
ইউটিউব চ্যানেলের নাম : Bangladesh Army,  লিংক : www.youtube.com/channel/UCpkg5RjtYqjRbxwL9Gf5Tfw ।

এগুলো ব্যতীত অন্য সব ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে প্রকাশিত তথ্য মিথ্যা ও বানোয়াট ও প্রপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্যসংবলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়। 

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধও করা হয়। সেই সঙ্গে কেউ এসব সাইট ব্যতিত অন্য কোন সাইট থেকে সন্দেহজনক কোন পোষ্ট প্রচার করলে প্রথমে পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর