ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩৬৯

মিরপুর রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৬ ১১ মার্চ ২০২০  

 

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে।


ফায়ার সার্ভিসের কন্ট্রোলরূম জানায়, বুধবার সকাল পৌনে ১০টায় ওই বস্তিতে আগুন লাগে।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ৯টা ৪৫ মিনিটে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট, পরে পর্যায়ক্রমে ১৬ এবং ২২টি ইউনিট সেখানে কাজ শুরু করে।  তারা আগুন নেভানোর চেষ্টা চালান।

 

স্থানীয়রা বলছেন, রূপনগর 'ত' ব্লকের বস্তিতে অবৈধ গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন রয়েছে। এসব জোড়াতালি দিয়ে সরবরাহ করা হত।গ্যাস কিংবা বিদ্যুতের লাইন থেকেই আগুন লাগতে পারে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর