ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৮

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ভারতের হারনাজ সান্ধু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩১ ১৩ ডিসেম্বর ২০২১  

দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট জিতল ভারত। বিশ্বের বিভিন্ন দেশের ৮০ প্রতিযোগীকে পেছনে ফেলে ২১ বছর বয়সী ফ্যাশন মডেল ও অভিনেত্রী হারনাজ কর সান্ধুর মাথায় উঠল কাঙ্খিত মুকুট।

 রোববার রাতে ইসরায়েলের বন্দরনগরী এইলাটে প্রতিযোগিতার ৭০তম আসরের বিজয়ী হারনাজের নাম ঘোষণা করা হয়। ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর ফ্যাশন মডেল আলমা আন্দ্রেয়া মেজা কারমোনা তাকে মুকুট পরিয়ে দেন । এবারে প্রথম রানার আপ হয়েছেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা, দ্বিতীয় রানার আপ দক্ষিণ আফ্রিকার লালেলা মাসওয়ানে।

সেরার মুকুট জয়ের পর নারীদের জন্য হারনাজ সান্ধু বলেন, ‘তোমাকে জানতে হবে তুমি একান্তই তোমার মতো, যা তোমাকে আরও সুন্দর করে তুলবে। নিজের কিংবা অন্যের সঙ্গে তুলনা বন্ধ করো। পৃথিবীতে গুরুত্বপূর্ণ যা কিছু ঘটছে, তা নিয়ে কথা বল। সামনে এগিয়ে এসো, নিজের জন্য কথা বল, করণ তুমিই তোমার জীবনের প্রতিনিধি। তুমিই তোমার কণ্ঠস্বর।’
 এসময় হারনাজ জানান, নিজেকে বিশ্বাস করার কারণের এই অবস্থানে আসতে পেরেছেন বলে উল্লেখ করেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর