ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৩৬

মিয়ানমারে সোনা-আফিম সমৃদ্ধ তানাই দখলে নিলো বিদ্রোহীরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৬ ৩১ জানুয়ারি ২০২৪  

সামরিক জান্তাকে হটিয়ে দিয়ে কাচিন রাজ্যের সোনার খনি ও আফিম সমৃদ্ধ অঞ্চল তানাই দখল করেছে দুই বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) এবং কাচিন পিপলস ডিফেন্স ফোর্স (কেএফডিএফ)।


তানাইয়ের দালু গ্রামে সামরিক বাহিনীর যে ঘাঁটি আছে সেটি এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রনে রয়েছে। সশস্ত্র গোষ্ঠী কেআইএ জানিয়েছে, এই অঞ্চল থেকে সোনা উত্তোলন এবং আফিম চাষের মাধ্যমে জান্তা বাহিনী প্রচুর অর্থ আয় করছিল।


কেআইএ মুখপাত্র নাও বু ওই সেনা ঘাঁটি দখলের তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘাঁটি দখলের সময় কতজন হতাহত হয়েছেন এবং কী পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

 

দালু গ্রামে টানা দুইদিন অব্যাহত লড়াই চলার পর সেনা ঘাঁটি দখল করতে সমর্থ হয় বিদ্রোহীরা। এই ঘাঁটি সামরিক জান্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ঘাঁটির সেনারা সাগিং থেকে চিদিং নদীর মাধ্যমে কাচিনে অস্ত্র নিয়ে আসছিল। নদীটি তানাইয়ের মাঝ বরাবর দিয়ে বয়ে গেছে।

 

সশস্ত্র বিদ্রোহীরা ঘাঁটি দখলের পর রোববার যুদ্ধবিমান দিয়ে সেখানে দুইবার বিমান হামলা চালায় জান্তা বাহিনী।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর