ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২৫ পৌষ ১৪৩১
good-food
১৩

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গণঅভ্যুত্থান অধিদফতর হচ্ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:০৬ ৭ জানুয়ারি ২০২৫  

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণঅভ্যুত্থান অধিদফতর তৈরি হচ্ছে। ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক কাজ শুরু করবে এটি। এর মাধ্যমে অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে সাহায্য ও তাদের পুনর্বাসনে কাজ করা হবে।

 

সোমবার (৬ জানুয়ারি) রেলভবনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা দান বিষয়ক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।  
 

নাহিদ ইসলাম জানান, শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৮২৬ জন শহীদ এবং প্রায় ১১০০০ আহত রয়েছেন। এই তালিকা ৩১ জানুয়ারি পর্যন্ত হালনাগাদ হবে। আগামী সপ্তাহেই প্রাথমিক তালিকা নিয়ে গেজেট প্রকাশিত হবে। এটি ধরেই আর্থিক সহায়তা দেয়া হবে।
 

তিনি বলেন, পর্যায়ক্রমে শহীদ পরিবারকে ৩০ লাখ ও আহতদের ক্যাটাগরি ওয়াইজ ৫, ৩, ২, ১ লাখ দেয়া হবে। জানুয়ারিতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা আগামী সপ্তাহ থেকে দেয়া শুরু হবে। বাকি টাকা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই’তে দেয়া হবে। প্রথমে শহীদ পরিবারকে ১০ লাখ টাকা (সঞ্চয়পত্র আকারে), আহতদের ক্যাটাগরি অনুসারে নগদ ২ লাখ, দেড় লাখ ও ১ লাখ করে টাকা দেয়া হবে।
 

তথ্য উপদেষ্টা বলেন, সামনের অর্থবছরে মাসিক ভাতা পাবে শহীদ পরিবার আর গুরুতর আহতরা। আগামী সপ্তাহের মধ্যে হেলথ কার্ড পাবেন আহতরা। এ মাসে বিদেশ যাবেন আরো ২১ জন। আর ২০০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
 

উপদেষ্টা নাহিদ বলেন, আমরা তালিকার বিষয়ে খুবই সতর্ক, তাই সময় লাগছে। যাতে পরবর্তীতে এ নিয়ে প্রশ্ন না ওঠে।
 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাঝামাঝিতে যারা আহত হয়েছেন, তাদের ব্যক্তিগতভাবে অনেক খরচ হয়েছে। সেই খরচও গণঅভ্যুত্থান সেল থেকে দেয়া হবে। তবে উপযুক্ত কাগজ নিয়ে যোগাযোগ করতে হবে। সরকারি জায়গা থেকে আহত ও নিহতদের পরিবার যাতে এখন ও পরবর্তী সময়েও সুবিধা পায়; সেই ব্যবস্থাও নেয়া হচ্ছে।