ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৬৫৬

মুক্তিযোদ্ধার সনদ ছেঁড়া চিকিৎসকের শাস্তি দাবি কাদের সিদ্দিকীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০২ ২৫ নভেম্বর ২০১৯  

টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মুক্তিযুদ্ধের সনদ ‘ছিঁড়ে ফেলার’ অভিযোগ উঠেছে। এর দায়ে এক চিকৎসকের শাস্তি দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
সোমবার হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূঁইয়াকে দেখতে যান কাদের। পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সভাপতি ।
গত বৃহস্পতিবার এ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সার আলোচিত মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে।
কাদের সিদ্দিকী বলেন, জেলা প্রশাসকের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তার পক্ষে যতটুকু সম্ভব উনি ততটুকু করবেন বলে আশ্বাস দিয়েছেন। চিকিৎসক শহীদুল্লাহর এত সাহস হলো কী করে যে উনি মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলেন? আমি মনে করি, এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। মুক্তিযোদ্ধা শাজাহান যথাযথ নিয়মে সরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু চিকিৎসক তাকে চিকিৎসার বদলে চরম অপমান করেছেন।
তিনি প্রধানমন্ত্রীর কাছে এ চিকিৎসককে বরখাস্ত, গ্রেপ্তার এবং তার ডাক্তারি সনদ বাতিলের দাবি করেছেন। 
স্থানীয় মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকা বলেন, টাঙ্গাইলের রসুলপুর মহেড়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. শাজাহানের কোমর ও পায়ের জয়েন্টের হাড় ফেটে গেছে। ফলে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। এর চারদিন পর অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান মো. শহীদুল্লাহ সকালে ওয়ার্ডে ভিজিট করতে যান। গিয়ে রোগীর ফাইলে রাখা মুক্তিযুদ্ধের সনদ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। চিকিৎসক বলেন, এ সনদ কি রোগীর চিকিৎসা করবে, না ডাক্তার করবে? বলে সনদটি ছিঁড়ে ফেলেন।
এ প্রসঙ্গে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সরকার বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ হাসপাতালের উপ-পরিচালক ডা. সদরউদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে ডা. শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর