ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
২৩৬

মুরাদের অশালীন বক্তব্যের ২৭২টি অডিও-ভিডিও চিহ্নিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪২ ৮ ডিসেম্বর ২০২১  

ডা. মুরাদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অশালীন বক্তব্যের ২৭২টি ভিডিও চিহ্নিত করেছে বিটিআরসি। বুধবার (৮ ডিসেম্বর) হাইকোর্টে এ তথ্য দেন বিটিআরসির আইনজীবী রেজা ই রাকিব। এর মধ্যে ইউটিউবে চিহ্নিত করা হয়েছে ১১৫ টি, যার মধ্যে মুছে ফেলা হয়েছে ২টি। ফেসবুক থেকে বন্ধ করা হয়েছে ১৫টি ভিডিও। 

 

এছাড়া ফেসবুক কর্তৃপক্ষ নিজেরা চিহ্নিত করছে ২০০ টির বেশী ভিডিও। তাদের একটি টিম এগুলো নিজেরা সরাতে কাজ করছে। এর আগে গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একদিনের মধ্যে ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন।

 

প্রসঙ্গত, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে আক্রমণ করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এতে নিন্দার ঝড় ওঠে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অশালীন ভাষায় ঘায়েল করার এই চেষ্টার পর প্রতিবাদ জানায় বিএনপি। নারী নেত্রীরাও এর সমালোচনা করেন। তিনি এই ধরনের বক্তব্য দিয়েও কীভাবে মন্ত্রিসভায় থাকেন, সেই প্রশ্ন তোলে বিভিন্ন নারীবাদী সংগঠন।

 

এর মধ্যে প্রতিমন্ত্রীর কাছে গণমাধ্যমকর্মীরা জানতে চান, তিনি দুঃখ প্রকাশ করবেন কি না। জবাবে মুরাদ বলেন, তিনি বক্তব্যে অটল আর রাজনৈতিক কর্মী হিসেবে সমালোচনাকে গা করছেন না। এর মধ্যে ফেসবুকে একটি ফোন রেকর্ড ছড়িয়ে পড়ে, যাতে পুরুষ কণ্ঠের একজন মুরাদ হাসান বলে চিহ্নিত হন। তিনি একজন চিত্রনায়িকাকে তার কাছে যেতে বলেন। না গেলে গোয়েন্দা সংস্থা দিয়ে তুলে নেয়ার হুমকি দেন। আর সেই নায়িকাকে ধর্ষণ করার ইচ্ছাও পোষণ করেন।

 

এর আগে আরও একটি অনলাইন সাক্ষাৎকারে মুরাদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের নিয়েও করেন আপত্তিকর মন্তব্য। এসব ঘটনায় ঘরে-বাইরে সব জায়গায় অবস্থান হারান তিনি।