ঢাকা, ১০ ফেব্রুয়ারি সোমবার, ২০২৫ || ২৮ মাঘ ১৪৩১
good-food
১৬

‘মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম আর ঘরে ফেরা হবে না’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৬ ১০ ফেব্রুয়ারি ২০২৫  

মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা রয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের। সম্প্রতি ভাইপো আরহান খানের পডকাস্টে এক ভয়াবহ বিমানের যাত্রার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

 

সালমান জানিয়েছেন, একবার শ্রীলঙ্কায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দেশে ফেরার পথে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন তিনি। সঙ্গে ছিলেন ভাই সোহেল খান, অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা এবং সোনাক্ষীর মা। 

 

মাঝ আকাশে শুরু হয় তীব্র ঝাঁকুনি। প্রথমে স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। প্রায় ৪৫ মিনিট ধরে চলতে থাকা ঝাঁকুনিতে বিমানের যাত্রীরা আতঙ্কে নিস্তব্ধ হয়ে পড়েন।

 

এমন সংকটজনক পরিস্থিতিতেও অবিচল ছিলেন সোহেল খান। সালমান জানান, চারপাশে যখন সবাই আতঙ্কে ছিলেন, তখন সোহেল নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন! কিন্তু ভয় পেয়েছিলেন স্বয়ং সালমান নিজেও। 

 

তিনি বলেন, বিমানসেবিকারা তখন প্রার্থনা করছিলেন, এমনকি বিমানচালককেও চিন্তিত দেখাচ্ছিল। সাধারণত তারা শান্ত থাকেন, কিন্তু অক্সিজেন মাস্ক নেমে আসার পর মনে হলো, এ তো শুধু সিনেমাতেই দেখি!

 

কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের শুরু হয় ঝাঁকুনি। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সকলেই শঙ্কিত ছিলেন। শেষমেশ বিমান নিরাপদে অবতরণ করলে সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।

 

শনিবার মুক্তি পেয়েছে সালমান খানের এই বহু প্রতীক্ষিত পডকাস্ট। কাকার মুখে এমন অভিজ্ঞতা শুনে বিস্মিত আরহানও।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর