ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১১৪

মৃত্যুসম নিস্তব্ধতায় ভুলে গেল তাঁকে !

মেজর ডা. খোশরোজ সামাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৫ ১৮ মে ২০১৯  

১. একাত্তর। বুকের ভিতর আগুন আর অমিয় যেসব গান নিয়ে মুক্তিপাগল বাঙালি হাসতে হাসতে জীবন দিয়েছিল তারই অন্যতম

' এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,

সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি! '

 

২. বৃটিশ শাসকদের বুক কাঁপিয়ে দিয়েছিল স্ব্দেশী আন্দোলন।

'ধন ধান্যে পুস্পে ভরা আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা,

স্বপ্ন দিয়ে তৈরী সে যে, স্মৃতি দিয়ে ঘেরা '

এই গান বিদ্যুৎ হয়ে দেশমাতাকে মুক্ত করবার পথ দেখিয়েছিল '।

 

৩. আমরা দয়াময়ের কাছে কি কি চাই? ধন, মান, আরোগ্যবিজয়। বিরুদ্ধ স্রোতে তিনি গাইলেন

' ও রা চাহিতে জানে না দয়াময়

ও রা চাহে ধন মান আরোগ্য বিজয় '!

 

৪. বাংলা গীতিকবিতার মূলসুর পরম মমতায় বপন করেছিলেন যে কীর্তিমান পঞ্চকবি, তাঁদেরই একজনা ডি এল রায়, দ্বিজেন্দ্র লাল রায়।

 

৫. ছোটবেলায় পড়া 

'নন্দলাল একদা করিল ভীষণ পণ

স্ব্দেশের তরে যে করেই হোক রাখিবে সে জীবন '

আপাতভাবে মজার এই শ্লোকটির মধ্যে নির্দোষ আনন্দ খুঁজে পাওয়া গেলেও দাবী করা হয়, রবীন্দ্রনাথকে হেয় করার উদ্দেশ্য করে দ্বিজেন্দ্রলাল এই স্যাটেয়ার রচনা করেন।

 

৬. যিনি নতুন রতনে যতনে ভূষণে সাজাতে চেয়েছিলেন তাঁর অন্যভুবনে চলে যাবার দিনটি বাঙালি কি মৃত্যুসম নিস্তব্ধতায় ভুলে গেল !

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর