ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২৪ পৌষ ১৪৩১
good-food
১৫

মেলোনিকে ‘অসাধারণ নারী’ আখ্যা দিলেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪১ ৬ জানুয়ারি ২০২৫  

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো দায়িত্ব বুঝে পাননি। তবে ইতোমধ্যে তার সঙ্গে একাধিক বিদেশি নেতা সাক্ষাৎ করেছেন। সেই ধারাবাহিকতায় গত শনিবার মার্কিন প্রেসিডেন্টের মার-এ-লাগো বাসভবনে দেখা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

 

রোববার (৫ জানুয়ারি) ভোরে মেলোনির কার্যালয় থেকে পাঠানো ছবিতে দেখা যায়, মার-এ-লাগোর প্রবেশপথে এবং একটি রিসেপশন রুমে ক্রিসমাস ট্রির পাশে ট্রাম্পের সঙ্গে আলাপ করছেন তিনি। 

 

সেসময় মেলোনিকে ‘অসাধারণ এক নারী’ বলেও আখ্যা দেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, মেলোনি সত্যিই ইউরোপ এবং অন্য সবার ওপর অনেক বড় প্রভাব ফেলেছেন। আমরা আজ কেবল একসঙ্গে রাতের খাবার খাচ্ছি। 

 

দুই নেতা একসঙ্গে ‘দ্য ইস্টম্যান ডিলেমা: ল’ফেয়ার অর জাস্টিস’ নামে একটি প্রামাণ্যচিত্র দেখেছেন। চলচ্চিত্রটি এক আইনজীবীর ওপর নির্মিত। যিনি ২০২০ সালের মার্কিন নির্বাচন ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টানোর চেষ্টার জন্য অভিযুক্ত হয়েছিলেন।

 

এদিন ইতালির সব পত্রিকার প্রথম পাতায় ছিল দুই বিশ্বনেতার ছবি। মেলোনি ছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানসহ আরো অনেক বিদেশি নেতা ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। 

 

মার্কিন প্রেসিডেন্টের কঠোর আমদানি শুল্কনীতির প্রতিশ্রুতি ইউরোপসহ অন্যান্য অর্থনৈতিক বন্ধু রাষ্ট্রগুলোকে সম্ভাব্য বাণিজ্যিক প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে বাধ্য করছে। 

 

মেলোনির এই সফর এমন সময়ে হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চার দিনের সফরে রোম যাচ্ছেন। সেখানে তিনি মেলোনি এবং পোপ ফ্রান্সিসের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

 

মেলোনির সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ট্রাম্পের আগত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং সেক্রেটারি অফ স্টেট পদে প্রস্তাবিত সিনেটর মার্কো রুবিও। তবে মেলোনি ও ট্রাম্পের কার্যালয় থেকে এই সফর নিয়ে কোনো মন্তব্য করেনি।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর