ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৭৯

মেয়েদের ক্লাস ফোর-ফাইভ পর্যন্ত পড়াবেন:আল্লামা শফি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০০ ১২ জানুয়ারি ২০১৯  

আল্লামা আহমদ শফি

আল্লামা আহমদ শফি

হেফাজতে ইসলামী বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফি বলেছেন, মেয়েদের স্কুল-কলেজে পড়তে দেবেন না। ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। এর বেশি যদি পড়ান! পত্র-পত্রিকায় দেখতেছেন আপনারা, মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না। বেশি পড়ালে মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে।

শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আল জামিআতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আহমদ শফি বলেন, আপনারা আমার সাথে ওয়াদা করেন। মেয়েদেরকে উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজে না দিয়ে সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াবেন।

এ সময় তিনি মেয়েদেরকে বেশি না পড়ানোর ওয়াদা নেন। সেখানে তিনি পুরুষদের সুন্নত মোতাবেক দাড়ি রাখা, নামাজ পড়া ও মেয়েদের পর্দা করানোর ব্যাপারে ওয়াদা নেন।

এসময় উপস্থিত মুসল্লিরা হাত তুলে শফির নিকট ওয়াদা করেন।

হেফাজত আমীর বলেন, এ ওয়াজটা মনে রাখবেন।

চট্টগ্রাম সংবাদদাতা:

মুক্তমত বিভাগের পাঠকপ্রিয় খবর