ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৬৯

মোজা দুর্গন্ধমুক্ত রাখবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ২৪ মার্চ ২০১৯  

পা ঘামা খুবই বিরক্তিকর সমস্যা। এতে পায়ে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়। ফলে বিশ্রী দুর্গন্ধের সৃষ্টি হয়। এক্ষেত্রে মোজায় পারফিউম বা পাউডার ব্যবহার করেও লাভ হয় না।  তবে এ থেকে মুক্তি পাওয়ার উপায়ও আছে-

* সুতির মোজা ব্যবহার করতে হবে।

* ঘন ঘন চা-কফি খাওয়া বন্ধ করতে হবে।

* মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে।

* সপ্তাহে অন্তত একবার জুতার ভেতরে সুগন্ধি পাউডার দিতে হবে। পরে কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে।

* মাঝে মধ্যে জুতা রোদে দিতে হবে।

* একই মোজা দুদিনে ব্যবহার করা যাবে না।

* নিয়মিত পা পরিষ্কার রাখতে হবে।

* বাইরে থেকে ঘরে ফিরে গরম পানিতে একটু লবণ ফেলে ভালো করে পা ধুয়ে নিতে হবে।

* ভালো করে পা মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।