ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৪৯৪

মোদির টুইটার অ্যাকাউন্ট আবার হ্যাকিংয়ের শিকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৩ ১৩ ডিসেম্বর ২০২১  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার একাউন্ট আবারো হ্যাকিংয়ের শিকার হয়েছে। রবিবার ক্রিপ্টো হ্যাকাররা নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এবং সেখানে একটি বার্তা দেয়া হয় যাতে বলা হয়েছে- নরেন্দ্র মোদির দেশ বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এবং নাগরিকদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি বিতরণ করা হচ্ছে।

বিশ্বের যেসব ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারকে ব্যাপক মাত্রায় ব্যবহার করে থাকেন নরেন্দ্র মোদি তার অন্যতম এবং ফলোয়ারের সংখ্যা সাত কোটি ৩০ লাখ।

নরেন্দ্র মোদি যে টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করে থাকেন সেখানে একটি মেসেজ দেয়া হয় যে, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ৫০০ বিটকয়েন কিনেছে এবং তা দেশের সমস্ত নাগরিকের মধ্যে বিতরণ করা হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই বার্তাটি মুছে দেয়া হয়।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর