ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৭৪

মোবাইল ফোন-ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২২ ১১ জুন ২০২০  

নতুন অর্থবছরে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  তাতে এ আভাস পাওয়া গেছে।

মোবাইল সিম বা রিম কার্ড সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রন্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারে খরচ বাড়বে।

এর আগে ২০১৯-২০ অর্থবছরের বাজেটেও মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ানো হয়েছিল। সিম ও রিম কার্ড সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ  করা হয়।