ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
১০২৯

ম্যাজিকে পায়রার বদলে জাভা ঘুঘু এলো যেভাবে

জুয়েল আইচ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১১ ২৮ জুলাই ২০২১  

ঊনিশ শ সাতাশি সাল। একসঙ্গে থাইল্যান্ড, চীন, জাপান, উত্তর কোরিয়া,  হংকং, অর্থাৎ বিশ্বের পূর্ব অংশে আমাদের জাদু প্রদর্শনের বিশাল প্রদর্শনীর প্রথম আমন্ত্রণ এলো। 


বিশাল আয়োজন।

প্রায় তিন মাস ব্যাপী বিশ্বভ্রমণের আয়োজন। এর মধ্যে চীন ও উত্তর কোরিয়ায় রাষ্ট্রিয় আতিথেয়তা। 


বিশেষ প্লেন পাঠালো কোরিয়া। কারণ, আমাদের রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছিল। 


যাওয়ার পথে ব্যাংককে (Dr. Man Ratanapitak ) ডক্টর ম্যান নামের এক  অসাধারণ  বন্ধুবৎসল ম্যাজিশিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা। সেই পবিত্র ভালবাসা আজীবন ছিল আছে এবং থাকবে । 


বিভিন্ন দেশে শো শেষে বাড়ী ফেরার পথে  ডঃ ম্যান আমাকে চার জোড়া ' জাভা ঘুঘু' উপহার দিল। 
বিমানের বন্ধুবৎসল কর্মকর্তারা গোপনে তা প্লেনে আনতে সাহায্য করলেন ভালবাসার খাতিরে। 


ম্যাজিকের সহকারী হিসেবে পায়রার বদলে ওই প্রথম জাভা ঘুঘুর আবির্ভাব। এর আগে বাংলাদেশে জাভা ঘুঘুর অস্তিত্ব ছিলোনা।


আমাদের ম্যাজিশিয়ান বন্ধুরা কি জানেন, এ দেশের ম্যাজিককে আন্তর্জাতিক পর্যায়ে উত্তরণের জন্য কি কঠিন পথে এগোতে হয়েছে এই মানুষটাকে? 


হাজার হাজার কাঁটা বিধেছে এই রক্তাক্ত  পায়ে। কিছুই কখনো থামাতে পারেনি। পারবেনা।