ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৮৫

যুক্তরাজ্যে প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৪ ২৭ জুন ২০২১  

যুক্তরাজ্যের ইতিহাসে মুসলিম হিসেবে দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ প্রথম স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। সহকর্মীকে চুমু খেয়ে সমালোচনার মুখে পদত্যাগ করা ম্যাট হ্যানককের পদে তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন। এক টুইট বার্তায় সাজিদ নিজেই এ ঘোষণা দিয়েছেন।

 

করোনায় সামাজিক দূরত্ব না মেনে সহকর্মীকে চুমু খান ম্যাট হ্যানকক। এ দৃশ্যের ছবি ভাইরাল হলে অনেকটা চাপের মুখেই গত শনিবার পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মী গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজে নিয়োগ দেন।

 

গত ৬ মে তোলা তাদের একটি অন্তরঙ্গ ছবি সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।এ অবস্থায় কপাল খুলেছে সাজিদ জাভিদের। হ্যানককের পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়োগ দেওয়া হয়। এক টুইট বার্তায় তিনি জানান, ‘এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় সম্মানিত বোধ করছেন। আশা করি করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখতে পারবো। মন্ত্রীসভায় অংশ নিয়ে দেশের সেবা করে যাবো’।

 

গত বছর মন্ত্রিসভায় রদবদলের একটি সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিরোধের জেরে সাজিদ অর্থমন্ত্রী পদ থেকে সড়ে দাঁড়ান। এখন হ্যানকের পদত্যাগে আবারও সুযোগ পাচ্ছেন।সুত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর