ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৭৯

যুক্তরাজ্যে বিধিনিষেধের মেয়াদ আবারো বাড়ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৭ ১৫ জুন ২০২১  

কভিডজনিত বিধিনিষেধ ২১ জুন তুলে দেয়ার কথা। কিন্তু এক সপ্তাহ আগে এসে সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে।
যুক্তরাজ্যের কভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াকে চার সপ্তাহ পিছিয়ে দেয়া হচ্ছে। এর অর্থ নাইট ক্লাবগুলো বন্ধ থাকবে এবং লোকদের বাসা থেকে কাজ করতে উৎসাহিত করা হবে। খবর বিবিসি।

 

আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিতে পারেন। বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি নিয়ে এ মাসেই হাউজ অব কমন্সে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্ত কনজারভেটিভ দলের বিরোধিতার মুখে পড়তে পারে।

 

সরকারের রোডম্যাপ অনুযায়ী চার ধাপে লকডাউন থেকে বের হতে সব আইনি সীমাবদ্ধতা পর্যালোচনা করা হবে। তবে অনেক বিজ্ঞানী কভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের (ভারতীয় ধরন) ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে আরো বেশি লোককে টিকা দেয়া এবং দ্বিতীয় ডোজ দেয়ার জন্য বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

 

গত রোববার প্রধানমন্ত্রী বলেছিলেন, বিধিনিষেধ তুলে দেয়ার বিষয়ে আরো বিলম্ব করা উচিত কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। পুরো স্কটল্যান্ডে ২৮ জুন থেকে কভিডজনিত বিধিনিষেধ তুলে দেয়ার কথা রয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর