ঢাকা, ০৮ সেপ্টেম্বর রোববার, ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১
good-food
৭০

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৮ ৫ জুলাই ২০২৪  

যুক্তরাজ্যে ১৪ বছর শাসনের অবসান ঘটছে কনজারভেটিভ পার্টির। দেশটির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন ফলাফল আসছে। এখন পর্যন্ত নির্বাচনে প্রাপ্ত ফলের হিসাবে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৩৭০ আসনে জয় (এই রিপোর্ট লেখা পর্যন্ত) পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন। খবর সিএনএনের।

নির্বাচনে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ৮৯টি আসন।  লিবারেল ডেমোক্র্যাটরা ৫০টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।  স্কটিশ ন্যাশনাল পার্টি এবং এসএফ ছয়টি করে আসনে জয়লাভ করেছে। অন্যরা পেয়েছেন ২২টি আসন।

ব্রেক্সিট-পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সমস্যাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে গত ২২ মে আকস্মিক আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ২০১০ সাল থেকে টানা তিনবার ক্ষমতায় ছিল ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি।

নির্বাচনে লেবার পার্টির ভূমিধস জয়ের হচ্ছে স্যার কিয়ার স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। নিজের আসনে জয়ের পর স্টারমার বলেছেন, ‘পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই.. এটা আমাদের জন্য দেওয়ার সময়’।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর