ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২২২

যুক্তরাষ্ট্রে কমেছে পোশাক রপ্তানি, বেড়েছে যুক্তরাজ্য-কানাডায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৮ ১৮ জুন ২০২৩  

২০২২-২৩ অর্থবছরের ১০ মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি কমেছে। তবে যুক্তরাজ্য, কানাডায় বেড়েছে। একইসঙ্গে অপ্রচলিত বাজারেও বৃদ্ধি পেয়েছে। শনিবার (১৭ জুন) চলতি অর্থবছরের জুলাই-এপ্রিলের দেশভিত্তিক রপ্তানির তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তাতে এ চিত্র উঠে এসেছে।

 

ইপিবি জানায়, ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ এর এপ্রিল পর্যন্ত ইউরোপে সর্বোচ্চ রপ্তানি হয়েছে। এসময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ২১ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। মোট রপ্তানির যা ৪৯ দশমিক ৭৮ শতাংশ।


জুলাই-এপ্রিলে আগের বছর একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬৭ শতাংশ পোশাক রপ্তানি বেড়েছে। এতে আয় হয়েছে ৪২ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। এর মধ্যে ইউরোপ থেকে এসেছে ২১ দশমিক ২২ বিলিয়ন ডলার।

 

আলোচ্য সময়ে যুক্তরাজ্যে ৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মোট রপ্তানির যা ১০ দশমিক ৭৭ শতাংশ। যুক্তরাষ্ট্রে গেছে ১৮ দশমিক ১৪ শতাংশ। সেখান থেকে আয় এসেছে ৭ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।

 

এসময়ে মোট রপ্তানির ৩ দশমিক ২৬ শতাংশ পোশাক গেছে কানাডায়। যেখান থেকে আয় হয়েছে ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। আর অপ্রচলিত বাজারে পৌঁছেছে ১৮ দশমিক শূন্য ৪ শতাংশ। সেখান থেকে আয় হয়েছে ৭ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

 

২০২২-২৩ অর্থবছরের জুলাই- এপ্রিলে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ৫ দশমিক শূন্য ৭ শতাংশ কমেছে। এতে আয় হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে। তবে যুক্তরাজ্য ও কানাডায় যথাক্রমে ১২ দশমিক ১৭ শতাংশ এবং ১৭ দশমিক ৬২ শতাংশ রপ্তানি বেড়েছে।

 

আলোচিত ১০ মাসে অপ্রচলিত বাজারে রপ্তানি বেড়েছে ১৮ দশমিক শূন্য ৪ শতাংশ। এর মধ্যে জাপানে ৪৫ দশমিক ৫০ শতাংশ ধনাত্মক প্রবৃদ্ধি হয়েছে। তবে রাশিয়া ও চিলিতে যথাক্রমে ২৮ দশমিক ৮২ শতাংশ এবং ১১ দশমিক ৭৯ শতাংশ ঋণাত্মক হয়েছে।

 

উল্লেখিত সময়ে জার্মানিতে রপ্তানি ৭ দশমিক ২২ শতাংশ হ্রাস পেয়েছে। আয় কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ০৩ বিলিয়ন ডলারে। ফ্রান্স ও ইতালিতে যথাক্রমে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং ২ দশমিক ০৬ বিলিয়ন ডলার আয় হয়েছে। উভয় দেশে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ক্রমানুসারে ২৩ দশমিক ৪ শতাংশ এবং ৪৪ দশমিক ৮১ শতাংশ। 

 

বিজিএমইএ’র পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ইউরোপীয় ইউনিয়নে প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশের পোশাক রপ্তানির বড় গন্তব্য এটি। সেখানে ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মে’র তুলনায় চলতি জুলাই-মে পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। আয় ১৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২১ দশমিক ২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।