ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৬৯৬

যুক্তরাষ্ট্রে ক্লাবে বন্দুক হামলা, নিহত ৪

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৬ ১২ অক্টোবর ২০১৯  

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে একটি নৈশক্লাবে বন্দুক হামলা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে এ হামলা হয়। এতে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, হামলার স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। তবে হামলার কারণ এখনও জানাতে পারেননি তারা।

নিউইয়র্ক পুলিশের মুখপাত্র এ্যাডাম নাভারো জানিয়েছেন, এ হামলায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। হামলায় জড়িত কাউকে এখনও শনাক্ত করা যায়নি।

তিনি বলেন,  স্থানীয় সময় সকাল ৭টার দিকে ব্রুকলিনের ৭৪ ইউটিকা এভিনিউতে হামলার ঘটনা ঘটে। সেটি ছিল একটি বেসরকারি ক্লাব।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর