ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫৫

যুক্তরাষ্ট্রে ডাকযোগে সব ব্যালট পৌঁছানোর নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ৪ নভেম্বর ২০২০  

করোনার কারণে এবার যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন। এসব ব্যালট পেপার সময়মতো নির্বাচন কমিশনে পৌঁছাতে ডাক সেবাকে নির্দেশ দিয়েছেন ওয়াশিংটনের ফেডারেল বিচারক।

 

এ বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি মানুষ। নিশ্চিতভাবে এসব ভোট জয়-পরাজয়ে ভূমিকা রাখবে। তাই মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট জাজ এমমেট জি. সুলিভান। 

 

নির্দেশনায় বলা হয়, ডাকযোগে পাঠানো একটি ব্যাটল পেপারও যেন আগাম ভোটকেন্দ্রের বাক্সের ভেতর পড়ে না থাকে।

 

করোনার কারণে ডাক সার্ভিসের অনেক কর্মী কমে গেছে। ফলে কেউ কেউ আশঙ্কা করেন, ডাকযোগে পাঠানো অনেক ব্যালট পেপার নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনে পৌঁছবে না। 

 

সঙ্গত কারণে ভোটের প্রকৃত ফলাফল নির্ধারণে সমস্যা হবে। বাস্তবেও এই চিত্র দেখা যায়। প্রাণঘাতী ভাইরাস প্রাদুর্ভাবের পর ডাক সার্ভিসের মাধ্যমে পাঠানো অনেক চিঠি ঠিক সময়ে গন্তব্যে পৌঁছায়নি।  

 

এ নিয়ে আদালতে মামলা করেন কয়েকজন। এর একটি মামলার রায়ে ওই আদেশ দেন জি. সুলিভান।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর