ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪৩

যুক্তরাষ্ট্রে প্রথম তৃতীয় লিঙ্গের সিনেটর সারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩২ ৫ নভেম্বর ২০২০  

ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ফার্স্ট ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী সারা ম্যাকব্রাইড। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের সিনেটর নির্বাচিত হলেন তিনি।

 

রিপাবলিকান প্রার্থী স্টিভ ওয়াশিংটনকে হারিয়ে জয়লাভ করেছেন সারা। ওই আসনে মোট ভোটের ৭৩ শতাংশ পেয়েছেন তিনি।

 

জয়ের পর এক টুইটে ৩০ বছর বয়সী সারা লেখেন, আমরা পেরেছি। সাধারণ নির্বাচনে বিজয় ছিনিয়ে এনেছি। সবাইকে অসংখ্যা ধন্যবাদ।

 

তিনি মনে করেন, প্রথমবারের মতো প্রকাশ্যে তৃতীয় লিঙ্গের স্টেট সিনেটর হিসেবে তার অর্জন অন্যান্য এলজিবিটিকিউ তরুণদের স্বপ্ন দেখাবে। 

 

১৯৭৬ সাল থেকে সিনেটের এই আসনটি ধরে রেখেছিলেন ডেমোক্র্যাট নেতা হ্যারিস ম্যাকডোয়েল। এবার নিজ থেকে সরে গিয়ে সারাকে সুযোগ করে দেন তিনি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর