ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১৫

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ভ্যাকসিন কিনতে পারছে না ইরান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৪ ৯ ডিসেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন কিনতে পারছে না ইরান। ইরানি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি এই মন্তব্য করেছেন। 

 

তিনি বলেন, ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার ফলে করোনার ভ্যাকসিন কেনার জন্য প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা যাচ্ছে না। 

 

সঙ্গত কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) নিজস্ব তত্ত্বাবধানে প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহের আহ্বান জানান আব্দুন নাসের।

 

গেল সোমবার ইনস্টাগ্রামে এক পোস্ট তিনি বলেন, অনেকে বলছেন-বহির্বিশ্ব থেকে ভ্যাকসিন কেনা বা সংগ্রহের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি যুক্তরাষ্ট্র। এটা তাদের নিতান্তই অজ্ঞতা কিংবা ইচ্ছাকৃতভাবে এই বুলি আওড়াছেন তারা। আসলে কোনো দেশ থেকে ওষুধ বা টিকা কেনার জন্য অর্থ পরিশোধের পথ নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ রেখেছে মার্কিন প্রশাসন।

 

উদাহরণ দিয়ে আব্দুন নাসের বলেন, আমরা দক্ষিণ কোরিয়া থেকে কিছু পণ্য সংগ্রহের কথা ভাবছিলাম। সেটা করতে গেলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ যুক্তরাষ্ট্র জব্দ করবে কিনা-সেই গ্যারান্টি তেহরানকে দিতে পারেনি সিউল।

 

তিনি উল্লেখ করেন, ইরানের অধিকার থাকা সত্ত্বেও করোনা মোকাবেলায় তেহরানকে ঋণ দিতে অপারগতা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে আলোচনা পর্যন্ত করতে সাহস পায়নি তারা। 

 

এই জটিল সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর